ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উল্লাপাড়ায় বাসচাপায় রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৬ মার্চ ২০১৭

পাবনা-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় রওশন আলী (৪৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশন আলী (৪৫) উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়িয়া গ্রামের সোনা খানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, রাজমিস্ত্রি রওশন আলী কাজের সন্ধানে উল্লাপাড়ায় এসেছিলেন। শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পাবনাগামী যাত্রাবাহী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস