স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে থাপ্পড়
বিলম্বে এসে সম্মানি ভাতা চাওয়ায় মো. জয়নাল আবেদিন বলি (৯০) নামে প্রবীণ মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে থাপ্পড় দেয়ার অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন পাঠান নামে এক কমান্ডারের বিরুদ্ধে।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে স্বাধীনতা দিবসে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে থাপ্পড়ে আঘাত পেয়ে মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবসরপ্রাপ্ত সেনাবাহিনী) মো. জয়নাল আবেদিন কান্নায় ভেঙে পড়েন। পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন কমান্ডারের পক্ষে ক্ষমা চেয়ে ওই মুক্তিযোদ্ধাকে সান্ত্বনা দেন।
আহত মুক্তিযোদ্ধা উপজেলার ১নং উত্তর আবাবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বলি বাড়ির মৃত মেহের আলীর বলির ছেলে।
জয়নাল আবেদিন সাংবাদিকদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের সময় আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে স্থান ত্যাগ করি। ওই সময় সংবর্ধনার সম্মানি নিতে আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু আমি না থাকায় সম্মানি নেয়া সম্ভব হয়নি।
কিছুক্ষণ পরে এসে সম্মানি চাইলে উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান প্রকাশ্যে আমাকে থাপ্পড় মারেন। এতে হতভম্ব হয়ে স্থির থাকতে পারিনি আমি।
আমার বাবাও কখনও আমার গায়ে হাত দেয়নি। তাৎক্ষণিক কমান্ডারের পক্ষ থেকে মেয়র ইসমাইল খোকন এসে আমাকে জড়িয়ে সান্ত্বনা করে বিদায় দেন। তবে এ সময় আবুল কাশেম ও নুর মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ঘটনাটির ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান সাংবাদিকদের বলেন, সংবর্ধনার সম্মানির সময় লাইনে না থাকায় তার সঙ্গে একটু মজা করে গাল টেনে দেয়ায় ভুল বুঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি পৌরসভার মেয়র মীমাংসা করে দিয়েছেন। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের কোনো অভিযোগ নেই।
কাজল কায়েস/এএম/জেআইএম