ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৬ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ব্যবহার করে।

রোববার দুপুর ১২টায় শ্রীনগর বাজারস্থ এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে দুই গ্রুপ মুখোমুখি হলে এ সংঘর্ষ লাগে। এ ঘটনায় শ্রীনগর বাজার ও আশপাশের এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের কারণে শনিবার (২৫ মার্চ) শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনতা দিবসে এমপি সুকুমার রঞ্জন ঘোষ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম সারোয়ার কবির অর্থাৎ দুই গ্রুপকে দুটি রোড ব্যবহার করতে বলেন।

রোববার এমপি গাড়ি নিয়ে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনের দিয়ে যাওয়ার পথে গোলাম সারোয়ার কবিরের লোকজন মিছিল বের করে। এ সময় স্থানীয় এমপি গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে অপেক্ষাকৃত সমর্থকরা নেতাকে আনতে গেলেই সংঘর্ষ লাগে। তাৎক্ষণিক এমপি সুকুমার রঞ্জন ঘোষ পার্শ্ববর্তী ঝুমুর হলে অবস্থান নেন।

ঘণ্টাব্যাপী দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এম রহমান শপিং কমপ্লেক্স ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ভাঙচুর করা হয়।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা পুলিশ লাইন থেকে এনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষ নিয়ন্ত্রণে কত রাউন্ড ফাঁকা গুলি ব্যবহার করা হয়েছে তা এখনো হিসেব করা হয়নি।

এ ব্যাপারে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল ব্যবহার করতে হয়েছে। সংঘর্ষে অবৈধ অস্ত্র ব্যবহৃত হলে পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাবে বলেও জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি