ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাধীনতা দিবসে শিবচর যুবদলের র‌্যালি

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৬ মার্চ ২০১৭

মাদারীপুর জেলার শিবচরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। রোববার সকাল ৮টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।

মহান স্বাধীনতা দিবসে র‌্যালি বের করেছে মাদারীপুর শিবচর যুবদলের নেতাকর্মীরা। রোববার সকালে থানা চত্বর এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এম জসিম উদ্দিন মৃধা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে মহান স্বাধীনতা দিবসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন তাদের সেই স্বপ্ন ভুলুণ্ঠিত। দেশে একদলীয় শাসন চলছে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

দিবসের প্রথম সকালে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

সকাল ৮টায় শিবচর হাতির বাগান মাঠে জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সরকারি, বেসরকারি সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম