ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৭ মার্চ ২০১৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামী খতিব উদ্দিনের (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্ত্রী দেলজান বেগম (৫৫)।

রোববার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া গ্রামে বৃদ্ধ খতিব উদ্দিন (৭৫) হঠাৎ অসুস্থ হলে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তার মরদেহ বাড়িতে নিয়ে গেলে তার স্ত্রী দেলজান বেগমও কিছুক্ষণ পরেই মারা যান। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান আতি স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।

রবিউল হাসান/এফএ/জেআইএম