ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে রেস্টুরেন্টে আগুনে দগ্ধ ২

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৭ মার্চ ২০১৭

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার কেএফসি রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ আগুনের ঘটনা ঘটে।

এসময় রেস্টুরেন্টের দুই কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে এই রেস্টুরেন্টে রান্না করার সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় রেস্টুরেন্টের কর্মচারী মোমিন এবং রাসেল গুরুতর দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রেস্টুরেন্টের বিভিন্ন মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টের মালিক মো. দ্বীন ইসলাম বলেন, আগুনে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নাসিরুল হক/এফএ/পিআর