ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ৮০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ মার্চ ২০১৭

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পরিষদ জেলার ৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।

জেলা পরিষেদের ২৬ মার্চ উদযাপন কমিটি ও প্যানেল চেয়ারম্যান-১ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার)।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার এমএ ছাত্তার খান।

অনুষ্ঠানটির পরিচালনা করেন জেলা পরিষদ ২৬ মার্চ উদযাপন কমিটির সদস্য সচিব ও সদস্য মো. কামরুজ্জামান আকন্দ।

এ সময় শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমীন কোতোয়াল,  শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা  সাংবাদিক আব্দুস সামাদ মাস্টার, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, জেলা পরিষদ সদস্য, জেলার মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এফএ/পিআর