বান্দরবানে শ্রমিককে পিটিয়ে হত্যা
বান্দরবানে তুচ্ছ ঘটনা জেরে শ্রমিক সোহেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদকে আটক করেছে পুলিশ। সোমবার শহরের মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে শহরের মেম্বারপাড়া এলাকার জাহাঙ্গীর কলোনিতে কথা কাটাকাটির জের ধরে সোহেলকে লাঠি দিয়ে মারতে থাকলে সোহেল ঘটনাস্থলেই মারা যায়। নিহত সোহেলের বাড়ি লামা উপজেলার হায়দার নাশিপাড়ায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সৈকত দাশ/এআরএ/এমএস