ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলমাকান্দায় মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ মার্চ ২০১৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নাজিরপুর বাজার জামে মসজিদের নির্মাণ কাজ চলাকালে গোলাটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর বাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কল্পে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারের গোলা সদৃশ বস্তু দেখতে পায়।  এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী গোলা সদৃশ বস্তুটি দেখার জন্য ভীড় জমায়। পরে স্থানীয়রা কলমাকান্দা থানায় খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পোঁছে গোলাটি উদ্ধার করে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জানান, বস্তুটি মর্টারের গোলা হতে পারে। বোমা নিষ্ক্রীয়কারী দলকে খবর দেয়া হয়েছে।

কামাল হোসাইন/এআরএ/পিআর