ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাইমুড়ীতে হত্যাসহ ৬ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৮ মার্চ ২০১৭

নোয়াখালী সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতিসহ ছয় মামলার পলাতক আসামি মোজাম্মেল হক ওরফে মনাকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হক মনা ভদ্রগাঁও গ্রামের মজিবুল হকের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক কল্লোল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে মনাকে  আমিশাপাড়া বাজারের সুজনের সেলুনের দোকান থেকে গ্রেফতার করে।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান/এফএ/জেআইএম