ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৮ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকার একটি ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভোব জানা যায়নি।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কালামুড়িয়া ব্রিজের পাশে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম