ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারী লাঞ্ছনায় শাস্তির দাবিতে নোয়াখালীতে প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৫১ এএম, ২০ এপ্রিল ২০১৫

ঢাবি ও জাবিতে নারী লাঞ্ছনা ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা শহরের মাইজদী টাউন হল মোড়ের প্রধান সড়কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম প্রমুখ।


এমজেড/এমএএস/এমএস