ওষুধ পাচারের অভিযোগে নেত্রকোনায় গ্রেফতার ২
নেত্রকোনা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে সরকারি ওষুধ পাচারের সময় মঙ্গলবার রাতে ২ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে বুধবার সকালে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল মোতালেব (৩২) ও ময়মনসিংহের গৌরিপুরের তেলিপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮)। আটকদের মধ্যে ফজর আলী শহরের কাটলি এলাকায় একটি বাসায় ভাড়া করে থাকেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শরিফুল হক বাদী হয়ে আজ বুধবার সকালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা ওযুধগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার মশিউরের কাছ থেকে সংগ্রহ করেছে। এর পেছনে একটি বড় চক্র জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুই ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে মশিউর রহমান জানান, আমি এঘটনার সঙ্গে জড়িত নই। এই স্টোর থেকে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ করা হয় সবার সামনেই। আর কাটলি এলাকার যে লোকটি ধরা পড়েছে সে একজন ভাঙড়ি ব্যবসায়ী। হাসপাতাল থেকেও স্যালাইনের পরিত্যক্ত ব্যাগ সংগ্রহ করে।
কামাল হোসাইন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ