ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

প্রকাশিত: ১১:০৫ এএম, ২৯ মার্চ ২০১৭

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর এলাকায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন হালেমা বেগম (৪৮) নামে এক নারী।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, ভোররাতে হজরত আলী নেশা করে মাতাল অবস্থায় মাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মা হালেমা বেগম আত্মরক্ষার্থে ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় মা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলেও জানান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর