ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুল থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

প্রকাশিত: ০২:৪৭ এএম, ৩০ মার্চ ২০১৭

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাকার প্রলোভন দেখিয়ে স্কুলের সামনে থাকা ঝালমুড়ি বিক্রেতা ওই এলাকার মৃত আব্দুল লতিফ সরদারের ছেলে সুমন সরদার (২৭) পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

স্থানীয়রা জানান, স্কুল চলাকালীন সময়ে যন্ত্রণায় শিশুটি কান্না শুরু করলে বিষয়টি বুঝতে পারেন শিক্ষকরা। পরবর্তীতে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন ও ওই শিশুর জবানবন্দি রেকর্ড করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা খানম।

তিনি বলেন, শিশুটির চিকিৎসা প্রয়োজন। তার ওপর পাশবিক নির্যাতনের আলামত মিলেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে জানান, ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর