নোয়াখালীতে রান্নাঘর থেকে অস্ত্র উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলার একটি বাড়ির রান্নাঘর থেকে ৩টি বন্দুক ও ৩টি অস্ত্রের অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলকোর্ট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের ডাক্তার ছাত্তার মিয়ার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানায়, সকালে ছাত্তার মিয়ার বাড়ির লোকজন রান্নাঘরে গিয়ে পঁচা গন্ধ পায়। পরে খোঁজ নিয়ে দেখে একটি খাঁচির মধ্যে বেশ কিছু কাঁকড়া। সেগুলো সরাতে গেলে তার নিচে একটি বস্তা দেখতে পায়। পরে তা খুলে বেশ কিছু অস্ত্র দেখতে পেয়ে সাথে সাথে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ অস্ত্রগুলো কে বা কারা রেখেছে তার রহস্য বের করতে পারেনি।
এ বিষয়ে চাটখিল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে তিনি রয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।
এদিকে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল (এএসপি) শিকদার মো. হাসান ইমাম ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জাগো নিউজকে জানান।
এসএস/বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪