ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯ এএম, ৩০ মার্চ ২০১৭

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ পরিচয়ে দুইজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলাইপুর গ্রামের নিজ বাড়ি থেকে একটি সাদা মাইক্রোবাসযোগে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- মৃত আহাদ আলী সরদারের ছেলে আহসান হাবিব ও মৃত আকবর আলীর ছেলে রুহুল আমীন। আহসান হাবিব কয়েক বছর আগে দুবাইতে ছিলেন। রুহুল আমিন তিন মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

পরিবারের সদস্যরা জানান, অস্ত্র, হাতকড়াসহ ৮/১০ জন লোক বাড়িতে প্রবেশ করে গেট খুলতে বলে। গেট না খুললে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে আহসান হাবিব ও পরে রুহুল আমিনকে জোর করে ধরে নিয়ে যায়। এসময় তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুসন্ধান করা হচ্ছে। ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারাও এমন কোনো অভিযানে যাননি।

আকরামুল ইসলাম/আরএআার/পিআর