ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাটাইলে চোরাই গরুসহ আটক ৩

প্রকাশিত: ১১:১৩ এএম, ৩০ মার্চ ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে তিন গরু চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশতলা গ্রাম থেকে ব্যবহৃত ট্রাক ও চোরাই গরুসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, চোরাই গরুগুলো জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সানারকৈড় গ্রামের ফারুক হোসেনের।

আটকরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রূপসি গ্রামের রাজু আহম্মেদের ছেলে সুলতান মাহমুদ (৪৮), বাসাইল উপজেলার নাহালী গ্রামের আলম (৩২) এবং জামালপুরের চরশী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮)।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটকদের হাজতে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/জেআইএম