ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে জামায়াতের রোকন ও সেক্রেটারি গ্রেফতার

প্রকাশিত: ০১:০২ পিএম, ৩০ মার্চ ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর জামায়াতে ইসলামীর রোকন মো. শহিদুর রহমান (৫০) ও উপজেলা মহিলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি হুমায়রা ওরফে শিফাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলা সদরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া পালিয়ে যাওয়া সকল নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এস এম এরশাদ/এএম/জেআইএম