ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ১২৯ বস্তা চালসহ আটক ৬

প্রকাশিত: ০১:১১ পিএম, ৩০ মার্চ ২০১৭

নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ বস্তা চালসহ ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় সোনাপুরে নোয়াখালী বিসিক শিল্প নগরীর রিজান বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির গোডাউন থেকে চালসহ শ্রমিকদের আটক করা হয়।

আটকরা হলেন, নোয়াখালী পৌরসভার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৬), ফারুক হোসেন (৩২), মোহন (২৬), সালাহ উদ্দিন (২২), বেলাল (২০) ও মিরাজ (১৯)।

পুলিশ জানায়, ১০ টাকা কেজি দরের চালগুলো খাদ্য অধিদফতরের খাদ্যবান্ধব কর্মসূচির বস্তা পরিবর্তন করার প্রক্রিয়া চলছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোডাউন ১২৯ বস্তা চাল জব্দ করে। এসময় বস্তা পরিবর্তন করার কাজে নিয়োজিত ছয় শ্রমিককে আটক করা হয়।

সদর উপজেলা খাদ্য পরিদর্শক আরিফ উদ্দিন জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে চালগুলো উদ্ধার করে দত্তের হাটস্থ খাদ্য গুদামে রাখা হবে।

সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জি এম ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ১২৯ বস্তা চাল জেলা খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান/এআরএ/জেআইএম