হাবিপ্রবিতে সংঘর্ষে ঘটনায় ৬০ জনের নামে মামলা
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন ছাত্র নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। সোমবার মধ্যরাতে কোতয়ালি থানায় এসআই নুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম সফিকুল ইসলাম দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ত্রিশজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ গত শুক্রবার দিয়ে যাওয়ার পর আবেদনটিতে ক্রটি থাকার কারণে তা পুনরায় সংশোধন করে দাখিল করবেন বলে মৌখিকভাবে জানিয়ে গেছেন। অভিযোগটি সংশোধন করে পুনরায় দাখিল করার পর যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষরা মো. জাকারিয়াকে গুলি এবং মাহামুদুল হাসান মিল্টনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিক্ষকসহ আরো ১৫ জন আহত হয়েছেন।
এমজেড/এমএএস/আরআই