যাত্রীবাহী লঞ্চ থেকে ৩৬০ কেজি জাটকা আটক
চাঁদপুর মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাটকা পাচারকালে যাত্রীবাহী লঞ্চ এমভি ফ্লোটিলা থেকে ৩৬০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার অনারারি সাব লে. এম এইচ রশিদ, (কম), বিএন জানান, চাঁদপুর কোস্টগার্ডের ৬ জনের একটি অপারেশন দল সোমবার রাতে মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় অবৈধভাবে জাটকা পাচারকালে যাত্রীবাহী লঞ্চ এমভি প্রিন্স আওলাদ-২ থেকে ২০০ কেজি জাটকা আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।
আটক করা জাটকা মৎস্য কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এমজেড/এমএএস/আরআই