সুন্দরবনের গভীরে ভাসমান বিওপি ক্যাম্প-২
নদী পথ দিয়ে নারী ও শিশু পাচার, চোরাচালান রোধ, অবৈধ চলাচল ও বিদেশি জাহাজ প্রবেশ বন্ধ করাসহ জলদস্যু দমনের জন্য সুন্দরবনের গভীরে ভাসমান বিওপি ক্যাম্প-২ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের গভীরে আঠারোবেকি খালে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির ভাসমান বিওপি-২ এর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
এসময় মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ৩৮ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকা সুরক্ষা করা সম্ভব হবে এই ভাসমান বিওপির মাধ্যমে। নদী সীমান্তের ৭৫ কিলোমির্টা এলাকা পেট্রল করতে পারবে এই ভাসমান ক্যম্প। ভাসমান বিওপিটি দ্বিতীয় যা রিভরারাইন বর্ডারগার্ড কোম্পানি পরিচলনা করবে। এর আগে সুন্দরবনের কাছিঘাটায় ২০১৩ সালে ভাসমান বিওপি-১ চালু করা হয়।
এ সময় বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি তৌফিকুল ইসলাম, দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর, সেক্টর কমান্ডার খুলনা কর্নেল ইশবাল, অধিনায়ক রিভারাইন বর্ডার গার্ড কোম্পানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাসমান এ ক্যাম্পটি ভারত সীমান্তের কাছে রায়মঙ্গল নদীর কাছাকাছি রাখা হযেছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস