শ্রীনগরে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ শ্রীনগর শ্যামসিদ্ধি ইউনিয়নে আলেক বেপারী (৪০) নামের আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ২টায় ধানমন্ডির দ্যা কিডনী হাসপালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। এর আগে রাত সাড়ে ৯টায় ইউনিয়নের শ্যলামতী গ্রামে নিহতের বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু যুবক আলেক বেপারীকে পেছন দিক থেকে হামলা করে উপর্যূপরি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে ষোলঘর স্বাস্থ্য-কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। পরবর্তীতে একটি বেসকরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো জানান, মৃত্যুর আগে আলেক বেপারী হত্যাকারীদের সম্পর্কে স্বজনদের কাছে বলে গেছেন। সেই প্রেক্ষিতে আসামিদের ধরার জন্য একাধিক পুলিশের টিম কাজ করছে এবং শ্রীনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস