ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাবিপ্রবির ভিসি, প্রক্টরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় ভিসি, প্রক্টরসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ (সদর) দিনাজপুরে মামলাটি করেছেন ভেটরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ছাত্র নিহত মাহামুদুল হাসান মিল্টনের চাচা মোকসেদুল রহমান।

মামলায় হাবিপ্রবির ভিসি প্রফেসর মো. রুহুল আমিন, প্রক্টর এটিএম শফিকুল ইসলাম, কোতয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবসহ ৪০ জনের নাম দিয়ে এই মামলা আদালতে দাখিল করা হয়।

বিচারক সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন মামলাটি গ্রহণ করেন। পরে মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাত সাড়ে ৮টায় হাবিপ্রবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন বিবিএর শেষ বর্ষের ছাত্র মো. জাকারিয়া ও ভেটরিনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ছাত্র মাহামুদুল হাসান মিল্টন।

এমজেড/এমএএস/আরআই