ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘যারা খান সেনাদের বাড়ি চিনিয়ে দিয়েছে তাদের ক্ষমা নেই’

প্রকাশিত: ১১:২৩ এএম, ৩১ মার্চ ২০১৭

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা খান সেনাদের বাড়ি চিনিয়ে দিয়েছে তাদের কোনো ক্ষমা নেই। বিচারের মাধ্যমে তাদের সাজার রায় কার্যকর করা হবে।

শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দোষ প্রমাণ হলেই দোষী ব্যক্তির সাজা হবে। তাদের মত নিজ হাতে কাউকে গুলি করবো না। জননেত্রী শেখ হাসিনাও পারতেন ফায়ারিং স্কোয়াডে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। তিনি তা করেননি। তিনি বিচারের মাধ্যমে রায় কার্যকর করেছেন।

মতিয়া চৌধুরী বলেন, সরকারের সকল ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসছে। তার বড় প্রমাণ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। সরকার চাইলে এটাকে নেয়া যেত, শেখ হাসিনা তা করেননি। তিনি জনগণের সকল দিকেই নজর রেখেছেন, এমনকি ক্রীড়াঙ্গনেও। এ ছাড়াও ৫০ লাখ হত দরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে। তাতে রাতে কেউ না খেয়ে ঘুমাবে না।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক হোসেন আনোয়ার, পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী এদিন নকলা উপজেলার ১০টি ইউনয়ন ও এক পৌরসভার ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন সেট, ক্রিকেট সেট, দাবা সেট বিতরণ করেন।

হাকিম বাবুল/আরএআর/পিআর