ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে কাঠভর্তি ট্রাক উল্টে নিহত ২

প্রকাশিত: ১২:১২ পিএম, ৩১ মার্চ ২০১৭

বান্দরবানের থানচিতে কাঠভর্তি মালবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

শুক্রবার দুপুর ২টার দিকে থানচি-রুমা কাঁচা সড়কের কাইতংপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার চর আলগী গ্রামের মুজিবুর রহমান। তবে অপরজনের নাম জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।

থানচি থানা পুলিশের এসআই মো. মনির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানচি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সৈকত দাশ/আরএআর/পিআর