ফেনীতে পুত্রের হাতে পিতা খুন
ফেনীতে পুত্রের নির্মমতার শিকার হয়ে খুন হয়েছেন পিতা। এমন নির্মম ঘটনা ঘটেছে শুক্রবার রাত ৮ টার দিকে শহরের সহদেবপুর এলাকার সামছু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম আবদুল কাদের (৫০)।
ঘাতক পুত্র মোহাম্মদ ইউসুফকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা পুলিশকে জানায় পারিবারিক বিরোধের জের ধরে পুত্র মোহাম্মদ ইউসুফ তার পিতাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। নিহত আবদুল কাদেরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, নিহত আবদুল কাদেরের গ্রামের বাড়ী ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। তারা শহরের ওই কলোনিতে দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে করছে।
জহিরুল হক মিলু/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের