ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০১ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। জেলার শাহজাদপুর ও সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১০টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায় পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতেরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খঞ্জনপাড়া এলাকার সগেন আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) রাজিবুল করীম জানান, রাতে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর সমবায় পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাক বিকল হয়ে থেমে ছিল। রাত ১০টার দিকে শাহজাদপুর সমবায় পেট্রোল পাম্প এলাকায় পৌঁছে আমিন ও আলিমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খায়।

এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আমিনুল ইসলামের ও ঢাকা নেয়ার পথে আব্দুল আলীমের মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জের সয়দাবাদে কাভার্ডভ্যানের ধাক্কায় মনিরুল ইসলাম (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের জামাত আলীর ছেলে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু দাউদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে একটি কাভার্ডভ্যান উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। কাভার্ডভ্যানটি সয়দাবাদ এলাকায় পৌঁছে সাইকেল আরোহী মনিরুলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস