মুন্সীগঞ্জে ৫০ মণ জাটকা জব্দ
ফাইল ছবি
মুন্সীগঞ্জের লৌহজং পদ্মানদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। এসময় ৪ জনকে অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয় বলে জানান মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ সুরুজিৎ কুমার ঘোষ।
তিনি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে আটক প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন।
জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ প্রদান করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস