ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ১০:৩২ এএম, ০১ এপ্রিল ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর কলেজপাড়া থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রামচন্দ্রপুর কলেজপাড়ার মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মাসুদ রানা ও রামচন্দ্রপুর ঘোনটোলার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম বাবু।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রামচন্দ্রপুরের মাসুদ রানার বাড়িতে অভিযান চালায়।

এ সময় একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ৫০ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা ও তার সহযোগী নুরুল ইসলাম বাবুকে আটক করে। তারা দীর্ঘদিন অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

মোহা. আব্দুল­হ/এএম/পিআর