ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেলায় অশ্লীল নৃত্য : নারীসহ ১০ জনের দণ্ড

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০১ এপ্রিল ২০১৭

মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলার দায়ে মাদারীপুরের শিবচরে ৫ নারীসহ ১০ জনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক নারীসহ আরও চারজনকে আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি হাটে কয়েকদিন ধরে মেলা চলছিল।

শুক্রবার রাতে শিবচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ ও শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের নেতৃত্বে মেলায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলার অপরাধে পাঁচ নারীসহ ১৪ জনকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে আটকদের মধ্যে পাঁচ নারীসহ ১০ জনকে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়। এ সময় এক নারীসহ চারজনকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, কাদিরপুরের মানিকপুর এলাকায় অনুষ্ঠিত গ্রামীণ মেলায় শুক্রবার রাতে অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলার অপরাধে ১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্য থেকে পাঁচ নারীসহ ১০ জনকে সাতদিন করে কারাদণ্ড ও চারজনকে আর্থিক জরিমানা করা হয়।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম