সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সিলেট নগরীর টিলাগড় ইকোপার্কে ইশতিয়াক আহমদ চৌধুরী নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ইশতিয়াক আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইশতিয়াক চৌধুরী সিলেট মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ভাগ্নে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ইশতিয়াক আহমদ মোটর সাইকেলযোগে টিলাগড় ইকোপার্কের (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) ভেতর দিয়ে যাচ্ছিলেন। এসময় দুইটি মোটর সাইকেলে চারজন দুর্বৃত্ত এসে তার গতিরোধ করে জিজ্ঞেস করে সে ছাত্রলীগ করে কিনা। ইশতিয়াক নিজে ছাত্রলীগ নেতা বলে স্বীকার করতেই ওই চারজন ব্যাগ থেকে দা বের করে কোপ দিলে কোপটি তার হাতে পড়ে। ইশতিয়াক প্রাণের ভয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তার পিঠেও কোপ মারে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ জাগোনিউজকে বলেন, শিবির ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শিকভাবে মোকাবিলা না করতে পেরে ইর্ষান্নিত হয়ে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমদ চৌধুরীকে হত্যা করার লক্ষ্যে হামলা করেছিল শিবির।
এদিকে মহানগর শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ ফয়সাল ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলেই হামলার শিকার হয়েছে ইশতিয়াক। ছাত্রশিবির একটি আর্দশিক সংগঠন। শিবিরের নেতাকর্মীরা চোরাগুপ্তা হামলার ধারে কাছেও যায় না। শিবিরের সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এসব বলা হচ্ছে।
শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার খবর পেয়েছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।
এসএস/এএইচ/এমএস