ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০১ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে ট্রলিচাপায় মো. নাঈম হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মনির হোসেন নামে এক ব্যক্তি আহত হয়।

নিহত নাঈম ওই এলাকার মহসিন মিয়ার ছেলে এবং আহত মনির একই এলাকার মো. ইউছুফের ছেলে। মনির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় শ্যালো ইঞ্জিনচালিত দ্রুতগতির একটি ট্রলি ঘটনাস্থলে পৌঁছে পথচারী মনির ও নাঈমকে চাপা দেয়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এআরএ/পিআর