পাবনায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ
পাবনার আটঘরিয়ার চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে পঞ্চম শ্রেণির ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ছয় শিক্ষার্থীকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, সরকারিভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে শনিবার থেকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। প্রথম দিনে শনিবার চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বিকেল থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
অসুস্থরা হচ্ছে, পঞ্চম শ্রেণির বৃষ্টি, রূপা, তানজিলা, সুম্মা, মায়া, আবির। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
একে জামান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির