ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০২ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সকালে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, এইচএসসি (বিএম) শাখার পরীক্ষার্থী মেহেদী হাসান, নাহিদ হাসান ও রঞ্জন এক্কা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মনসুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাড়াশ জেআই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র ও বসতুল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পরীক্ষার হলে নকলের বিষয়টি নজরে এলে তাদের বহিষ্কার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস