ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৮ শিশু হাসপাতালে

প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ এপ্রিল ২০১৭

নড়াইলে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আট শিশু শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলটে খাওয়ানো হয়।

ট্যাবলেট খাওয়ানোর পর সদর উপজেলার বাশগ্রাম, বগুড়া ও কালিয়া উপজেলার ফুলদাহ এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আট শিশু শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমি হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিশুরা হচ্ছে, সদর উপজেলার বাশগ্রামের হুমায়ুনের মেয়ে মেহেরাব (৭), ওহিদের মেয়ে সুলতানা (৫), সেকেন্দার আলীর মেয়ে ফাতেমা (৭),  তরিকুল ইসলামের ছেলে ফাহাদ (৬), বগুড়া গ্রামের ইবাদুল শেখের ছেলে বায়েজিদ (১০), কর্মচন্দ্রপুর গ্রামের আমিনুল শেখের ছেলে বর্ষা (৬), হাড়িয়ারঘোপ গ্রামের আনিচ শেখের ছেলে এজাজুল (১০) ও কালিয়ার আমবাড়ি গ্রামের তরিকুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (১২)। এছাড়া বিভিন্ন এলাকায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থতার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পথিক বিশ্বাস বলেন, কৃমিনাশক ট্যাবলটে খেয়ে অসুস্থতা বোধ করায় এ পর্যন্ত আট শিশুকে সদর হাসপালে ভর্তি করা হয়েছে। এরা সবাই আগের থেকে সুস্থ। কোনো দুশ্চিন্তার কারণ নেই।

হাফিজুল নিলু/এএম/এমএস