ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরপুরে নিহতদের মরদেহ নিতে মৌলভীবাজারে স্বজনরা

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৩ এপ্রিল ২০১৭

মৌলভীবাজার নাসিরপুরে আস্তানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের মরদেহ নিতে এসেছেন তাদের স্বজনরা।

সোমবার সকালে নাসিরপুরের বাগানবাড়িতে সপরিবারে নিহত লোকমান আলীর শ্বশুর আবু বকরসহ তিনজনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে করে আসতে দেখা যায়।

তবে এই পরিবারের কর্তা ও মধ্যে সন্দেহভাজন জঙ্গি লোকমান হোসেনের মরদেহ তারা নেবে না বলে জানিয়ে দিয়েছেন।

শিরিনার বাবা আবু বকর সিদ্দিকি সোমবার সকাল ৮টার দিকে মৌলভীবাজারে পৌঁছেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক মেয়ের জামাই সানোয়ার হোসেন ও ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন। মরদেহ শনাক্ত করে বর্তমানে তারা সদর হাসপাতালে অবস্থান করছেন।

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত সাতজন দিনাজপুরের ঘোড়াঘাটের একই পরিবারের সদস্য।

গত ৩০ মার্চ নাসিরপুরের জঙ্গি আস্তানা নিহত হন লোকমান আলী (৪৫) ও তার স্ত্রী শিরিনা আক্তার (৩৫), সন্তান আমেনা খাতুন (১২), সুমাইয়া আক্তার (৯), ফাতেমা (৫), মরিয়ম (৩) ও খাদিজা (৬ মাস)।

এদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট থেকেই তাদের মরদেহ নিতে এসেছেন লোকমানের শ্বশুর অর্থাৎ শিরিনা আক্তারের বাবা আবু বক্কর সিদ্দিক, বোন জামাই সানোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোফাজ্জল হোসেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য গতকাল রোববার (০২ এপ্রিল) রাতে আবু বকর জানিয়েছেন, নিজের মেয়ে ও নাতি-নাতনিদের মরদেহ নিলেও জামাতা লোকমানের মরদেহ নেবেন না তিনি।

এএম/পিআর