ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ ও গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে নিহত ২

প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ এপ্রিল ২০১৫

কিশোরগঞ্জ জেলা সদরের সতাল ভট্টাচার্য্যপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে বাবু নামে এক শিশু এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নবাব আলী মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে-

কিশোরগঞ্জ জেলা সদরে মঙ্গলবার শেষ রাতের দিকে বৃষ্টির সাথে প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়। এসময় বসত ঘরের ওপর গাছ ভেঙে পড়লে বাবু গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বাবু সতাল এলাকার হারুন মিয়ার ছেলে এবং সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গংগা নারায়ণপুর গ্রামে মঙ্গলবার রাত পৌনে ১২টার পর থেকে প্রচণ্ড ঝড় ও ভারী বাতাস শুরু হয়। বাতাসের সময় নবাব আলী মণ্ডল তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে রাত সাড়ে বারোটার দিকে তার টিনের ঘরের উপরে একটি বড় পাউয়ার গাছ ভেঙে পড়ে। এসময় গাছ চাপায় ঘটনাস্থলেই নবাব আলী মারা যান।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এইচ এম মিলন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/এমএএস/আরআইপি