ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনা সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোবাহান হাওলাদার (৪৮) নামে চাকরিচ্যুত এক সেনা সদস্যের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের খোলা মাঠের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোবাহান হাওলাদার উত্তর মিঠাখালী গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে। একাধিক বিয়ের কারণে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।

মরদেহটি উদ্ধারের পর মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ ও মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছগির আকন জানান, সোমবার সকালে এলাকাবাসী উত্তর মিঠাখালী এলাকার খোলা মাঠের মধ্যে পুকুরে হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সোবাহান হাওলাদারের একাধিক স্ত্রী ছিল। আগের তিন স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তিনি নববিবাহিত স্ত্রী নিয়ে ঘর করছিলেন। একাধিক বিয়ের কারণে তিনি সেনা সদস্য থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

হাসান মামুন/আরএআর/পিআর