টেন্ডারে অনিয়ম : কমলনগরে প্রকৌশলীকে শোকজ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব উদ্বৃত্ত তহবিলের প্রায় ৭০ লাখ টাকার টেন্ডার অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ারকে এ শোকজ করেন।
সোমবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে নিয়ম রক্ষার এ পাতানো টেন্ডার স্থানীয় আওয়ামী লীগ নেতারা ভাগাভাগি করেছেন। গত ২৮ মার্চ ২৬টি প্যাকেজে ৫৬টি বিভিন্ন উন্নয়নমূলক কাজের দরপত্র দাখিল করা হয়। পছন্দের ব্যক্তিদের কাজ পাইয়ে দেয়ার জন্য আওয়ামী লীগের কয়েক নেতা শতকরা ১০ টাকা হারে তাদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।
এনিয়ে গত ২৮ মার্চ জাগো নিউজে ‘আ.লীগ নেতাদের ৭০ লাখ টাকার টেন্ডার ভাগাভাগি’ শীরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এনিয়ে অফিস-পাড়ায় তোলপাড় শুরু হয়।
নাম প্রকাশ না করা শর্তে দুইজন ঠিকাদার জানায়, বিতর্কিত এ টেন্ডারের বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েও কোন সুফল হচ্ছে না। এটি বাতিল করা প্রয়োজন। পুনরায় টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানান তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, শোকজের চিঠি আমি পেয়েছি। দাখিল করা দরপত্রগুলো মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হবে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, উপজেলা প্রকৌশলীর কাছে বিষয়টি আমি জানতে চেয়েছি। তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।
প্রসঙ্গত, সাধারণ ঠিকাদারদের অভিযোগ ছিল-এডিপির দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে শেষ দিন পর্যন্ত কার্যালয়ে বারবার গিয়েও রহস্যজনক কারণে তারা ফরম সংগ্রহ করতে পারেনি।
আওয়ামী লীগের কয়েক নেতার নির্দেশে ফরম বিক্রি করা হয়নি। পরে ওই আওয়ামী লীগ নেতারা সিন্ডিকেট করে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে তাদের পছন্দের ব্যক্তিদের নিয়ম রক্ষার জন্য পাঁতানো টেন্ডার দাখিল করিয়েছেন।
কাজল কায়েস/এআরএ/পিআর