ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনবাগে হিজবুত তাহরীর সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের কেন্দ্রীয় সদস্য  ইব্রাহিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কড়া নিরপাত্তার মধ্যে দিয়ে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ নেয়া হয়।

গ্রেফতার ইব্রাহিম সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দ্দার বাড়ির ছায়েদুল হকের ছেলে।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, রোবাবর গভীর রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দ্দার বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের কেন্দ্রীয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকায় ও সেনবাগে মামলা রয়েছে।

মিজানুর রহমান/আরএআর/এমএস