ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনবাগে জেএমবি সদস্য সোহাগ গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ এপ্রিল ২০১৭

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে পুলিশ এএইচএম খায়রুল আসাদ ওরফে সোহাগ (৪২ ) নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সোহাগকে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সোহাগ সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

সেনবাগ থানা পুলিশের ওসি তদন্ত অজিত কুমার মিত্র জাগো নিউজকে জানান, ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরধারীর কারণে চিহ্নিত জঙ্গি সংগঠনের নেতারা তাদের গ্রামের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী এএইচএম খায়রুল আসাদ ওরফে সোহাগকে গ্রেফতার করে।

তিনি আরও জানান তার বিরুদ্ধে ঢাকার উত্তরা থানা ও সেনবাগ থানায় মামলা রয়েছে এবং তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ`র (জেএমবি) সক্রিয় সদস্য।

মিজানুর রহমান/এমএএস/পিআর