ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১০:২৬ এএম, ০৪ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় রসুলগঞ্জ বাজারের সামিয়া হোটেলে আগুন দেখতে পায় লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সামিয়া হোটেল, ফেবার জোন বস্ত্র বিতান, কালার প্যালেস ও সামিয়া স্টোরসহ ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে।

চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী অভিযোগ করেন, বাজার সংলগ্ন খালটি দখল হয়ে গেছে। যার কারণে সময় মতো ফায়ার সার্ভিস ও এলাকাবাসী পানি না পাওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশনের উপ-পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এআরএ/এমএস