ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাটাইলে কৃমিনাশক ওষুধ খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৪ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

Tangail

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ানোর পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা একেরপর এক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ভ্যান, নসিমন ও গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হচ্ছে।

Ghatail

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, এতে চিন্তার কোনো কারণ নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস