ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মীরুর বাড়িতে ভাঙচুর : ২০০ জনের নামে মামলা

প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জ কারাগারে আটক শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর বাড়িতে ভাঙচুরের ঘটনায় ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজলসহ ২০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দুইশ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মীরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারী বাদী হয়ে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক হাসিবুল হক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মামলা দায়েরের বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও এজাহারের কপি হাতে পায়নি।

মামলার অন্য আসামিরা হলেন, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি আব্দুর রহিম, যুবলীগ নেতা দিনার, ছাত্রলীগ কর্মী মাসুদ, সোহেল, জাহান, জীবন, রাসেল, এরশাদ, তরিকুল, শাহ আলম, আল মাহমুদ, বিপ্লব, আল আমিন, রনি, সেলিম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর সঙ্গে নির্বাচনে পরাজিত হন পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি আব্দুর আব্দুর রহিম। তিনি পরাজিত হয়ে মেয়র মীরুকে হত্যার চেষ্টাসহ শত্রুতা ও আক্রোশ প্রোষণ করে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এরই জের ধরে গত ২ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র, পিস্তল, ককটেল, রামদা, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হালিমুল হক মীরুকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করে বাড়ির অন্যান্য লোকজনদের হত্যার হুমকি দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ি ভাঙচুর করে। এসময় আওয়ামী লীগ নেতা ভিপি আব্দুর রহিমের হুকুমে ছাত্রলীগ নেতা কাজল ও মাসুদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে।

গুলিতে মেয়রের বাড়িতে থাকা সাহেব আলী, জহির আলী, কালু ও মানিক নামে তিন ব্যক্তি আহত হয়। এসময় বাড়ির লোকজন আসামিদের বাধা দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে গুলি ছুড়লে অনেক পথচারী ও সাংবাদিক শিমুল আহত হয়।

মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে উল্লে­খ করা হয়েছে। সাক্ষীরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস