সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ্ জুয়েল (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লার হাবিবুর রহমানের ছেলে রনি (৩৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত কর জাগো নিউজকে জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিগর এলাকায় কোনো একটি গাড়ি ওই দুই মাটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রনি ও জুয়েলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরে সদর হাসপাতালে জুয়েলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি