গাইবান্ধায় বিএনপিকর্মীসহ গ্রেফতার ২১
গাইবান্ধা জেলায় পুলিশের অব্যাহত অভিযানে নাশকতার মামলায় বিএনপির ৫ কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় বিএনপির ৫ কর্মীসহ সদর, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অনান্য অপরাধমূলক মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় ৫ জনসহ অন্য মামলার ১৬ জন আসামী জেলার বিভিন্ন থানা হাজতে রয়েছেন।
তিনি আরও জানান, থানা হাজতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এসএস/এআরএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের