ধানের শীষপঁচা রোগ ও ইঁদুরের আক্রমণে নাজেহাল কৃষক
ঈশ্বরদী উপজেলায় নিকব্লাস্ট রোগ আর ইঁদুরের আক্রমণে ধানের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু স্থানীয় কৃষি বিভাগ এ ব্যাপারে উদাসীন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ইরি ধানের জমিতে দেখা দিয়েছে শীষপঁচা বা নিকব্লাস্ট রোগ। বিস্তীর্ণ মাঠের ধানের খেতের দিকে তাকালে সহজেই চোখে পড়বে ধানের গাছগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম। শীষে পঁচন ধরেছে। ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের আড়কান্দি ও পতিরাজপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম, আশরাফ, মুরাদ মালিথা, দুবলাচরা গ্রামের আসলাম, ইসরাইল, রফিকুল প্রমুখের খেতে একদিকে নিকব্লাস্ট রোগ অন্যদিকে ইঁদুরের আক্রমণ চরম আকার ধারণ করেছে। দুটি সমস্যায় এখন নাজেহাল কৃষকরা।
ফাঁদ পেতে ও বিভিন্ন প্রকার বিষ দিয়েও ইঁদুর নিধন করা যাচ্ছে না। দাশুড়িয়া ইউনিয়নেও একই সমস্যা দেখা দিয়েছে ইরি ধানের খেতে।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন জামালের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না উল্লেখ করে বলেন, আমি খোঁজ নিয়ে পরে জানাবো।
আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির