ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবি : বাবা-ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৫ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে হাওর সংলগ্ন রংচী গ্রামের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন, তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর গ্রামের ফজল মিয়া (৩৫) ও তার দুই বছরের ছেলে জুবায়েল ওরফে জাহিদ।

তাহিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও সংলগ্ন শিববাড়িতে বাসন্তী পূজা উপলক্ষে ৭/৮ জন ব্যবসায়ী বারণি মেলায় মিষ্টির দোকান নিয়ে যাওয়ার পথে হাতিরগাতা এলাকায় ঝড়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়ে যান চারজন। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

রাজু আহমেদ রমজান/এআরএ/এমএস

আরও পড়ুন